জ্ঞানী হলেই হয় না মানুষ ধন থাকিলে মন
মানুষ নামের মানুষ নাই রে দুনিয়ায় এখন।।


গদিআঁটা চেয়ারে বসে নাক ডুবিয়ে খায়
ছেঁচড়া চোরে কারাগারে কপালটা থাপড়ায়
ধান্ধাবাজে ধান্ধা করতো সাধুরা এখন।।


সৌখিনতা নাই রে এখন টাকারই কাঙাল
পোশাকেতে সবাই মেলায় নামেই যে বাঙাল
মুখে ফোটায় সোনার বুলি কাজে সে ঠনঠন।।


আবার যদি আসি ফিরে এই ভবেরই মাঝে
নতুন করে হবো মানুষ ভালো কোনো কাজে
আমি বলি মানুষ হবো বলো রে স্বজন।।