ঐ আকাশে কতো তারা সব খসে পড়ে না
তেমনি করে জীবন প্রদীপ যা থেমে থাকে না।।


আশাহত হয়ো না তাই চলো অবিরাম
পথিক কভু রয় না থেমে যতোই ঝড়ুক ঘাম।
সহজ সরল সবই মিছে মোহ আর কিছু না।।


সুখের সময় দুঃখের সাথে ভাব করে নাও
রিক্ত হয়ে পাবে না তো যতোই খুঁজে যাও।
সোজা পথে চলে দেখো বাঁধা ছাড়ে না।।


চলে যেতে যে এসেছে বসে রবে না
স্বার্থছাড়া লোভী  কভু আপোষ করে না
বিহগ হয়ে উড়ে চলো থমকে যেয়ো না।।