সুখের বাড়ি তুই যে আমার
সুখের বাড়ি তুই,
আমার মনের  সুখ গুলো সব
তোর মনেতে থুই।


সুখ যে আমার উপচে পড়ে
তুই এলে বলে
গোলাপ কলি ফুটলো আবার
ধূ ধূ বালুচরে।
সখি তুই এলে বলে।
এই জীবনে রঙ ছিলো না
বৈতালিক জীবন,
আমার বৈতালিক জীবন
ফিরে এসে তুই আমার
ফেরালি মরণ।


ভালোবাসা এমনই হয়
মনে, আসিলে জোয়ার
তোর জন্য খোলা আছে
হৃদয়ও দুয়ার।
সন্ধ্যা হলে পাখি যেমন
ফিরে সুখের নীড়ে
তোরে তেমন ফিরে পেলাম
হাজার মুখের ভিড়ে।।


সুখে আমার মন ভরে যায়
তোরই হাসিতে
পাগল করে দিস যে আমায়
বাঁশের বাঁশিতে।
কানায় কানায় পূর্ণ হলো
সখি তোরে পেয়ে
চাঁদের আলো ঘরে আমার
থাকবে সবাই চেয়ে।