সুখ দেখিলে ভয় যে আমার
দুখ দেখিলে সুখ
মনকে শুধাই কেমন করে
কাটবে এই অসুখ।।


সকাল বেলায় হাসি আমি
কাঁদি বিকেল বেলা
সুখের পরে দুখ যে আসে
এ কেমন খেলা
দুখ যে আমার শখের তরী
সুখে ভরে বুক।।


সাঁঝের বেলায় উঠে সুরুজ
ডুবে সন্ধ্যা বেলা
ধূসর বর্ণ হয় যে আকাশ
ভাসে মেঘের ভেলা
জীবন নদীর বাঁকে বাঁকে
লুকিয়ে রয় দুখ।।