রক্তে ভেজা স্বাধীনতা
বুকে ধারণ করি
কই লুকালো সোনার মানুষ
খুঁজে খুঁজে মরি।।


মায়ের বুকটা শূন্যে করে
খুনের খেলা করেছে
মা মাটি আর দশের জন্যে
পণের সাথে লড়েছে।।
তাদের কথা মনে হলে
মনটা যায় যে ভরি।


লাল সবুজের সমারোহে
নিশান আজই উড়ে
ছেলে হারা মা জননী
দুঃখ তাতে মোড়ে।।
নবপ্রাণে ঘুরে দাঁড়াও
হাতে হাতটা ধরি।


কোথায় তোমরা নব জোয়ান
রাখো তাদের মান
কাঁদে নয়ন ক্ষণে ক্ষণে
এই যে মানুষ প্রাণ।।
বীর বাঙালী ভালোবেসে
গেছেন এই দেশ গড়ি।