নিন্দুক আমার পরম বন্ধু বাসি তারে ভালো
অন্ধকারের মাঝে আমায় দিতে পারে আলো।।


আপন লোকে আদর করে মন্দটা যায় চেপে
ছোট-খাটো কথা বলে সম্পর্কটা মেপে।


দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে ভারি মজা
আমি অধম বোকা মানুষ দেবো কারে সাজা!
বড়োই আপন তবু আমার মুখ করুক না কালো।।


নিন্দুকেরে প্রণাম করি লক্ষ হাজার বার
সঠিক দিশা দেয় সে আমায় মনটা করে ভার
দিবানিশি ভাবি তারে মনের উঠোন কোণে
দোষটা আমার বলবে কখন! বাঁকা দু’নয়নে।
তবু বলি নিন্দা নয় গো বাসুক আমায় ভালো।।