রঞ্জিত বুক ভাষাহীন মুখ দেহে নেই যার প্রাণ
নব জোয়ান তাদের নিয়ে লিখো কিছুগান।।


অশ্রুজলে ভুলার ছলে বলি কেঁদে কেঁদে
কোথায় আমার দামাল ছেলে নিশান দেবো বেঁধে।
ফিরবে কবে বল না ওরে রাখবে মায়েরই মান।


জাগো জাগো তোমরা এবার বাজাও নতুন সুর
দূর হয়ে যাক যতো ঘূর্ণি পাক সব যাক বহু দূর।
রক্ত তোমার যায় বিফলে  সু্ঁতোতে দেয় কে টান।


পথিক বাঁচুক বাঁচার মতো বাঁচুক মায়ের মন
গরিব-দুঃখী  বাঁচুক সবাই বাঁচুক দেশের ধন।
শপথ করো মায়ের নামে রাখবে দেশের মান।।