আমার জানটা ভালো  
মনটা ভালো নাই ও সোনাই
মনের মানুষ কোথায় বলো পাই ও সোনাই।।


আশে পাশে কতো মানুষ
মন যে তাদের নাই,ও সোনাই
আদর কইরা মাথায় তোলে
ক্ষণিকেই ফালায় ও সোনাই
মনের মানুষ কোথায় বলো পাই।।


মুখোশ পরা মানুষ যতো
ঘুরিয়া বেড়ায় ও সোনাই!
আবার যদি আসি ফিরে
মানুষ হবো লাই ও সোনাই
মনের মানুষ কোথায় বলো পাই।।


দু'পায়ারই মানুষগুলো
চেনা বড় দায় ও সোনাই
মানুষ  যদি হতো সবে
দুনিয়া বেঝাই ও সোনাই
মনের মানুষ কোথায় বলো পাই।।