প্রিজার্ভ করা যেতো যদি
মানুষেরই মন
কাঁচের মতো ভাঙতো কি আর
করিয়া ঝনঝন।।


কাঁচ ভাঙিলে হয় রে শব্দ
মন ভাঙিলে নাই
ভাঙিলে মন টুকরো গুলো
করে যে লড়াই
দেহ আমি তারেই বলি
যারে জানি মন।।


ঝরে পড়লে  শুকায় পাতা
মানুষ ঝরলে কই
তুমি আমি একই রূপে
মানুষ সবাই নই
কথায় বড় যে সবাই
কাজের বেলা নন।