জীবনের এই চলার পথে কী যে ছিলে আমার
কী বা এমন প্রাপ্তি ছিলো এত নীচে নামার।।


ভালোবাসা রবে জমা দুঃখের  বাসর ঘরে
নিভু নিভু করবে প্রদীপ আলোর জলসা ঘরে।।
এ ভূবনে কেউ রবে না এই নাম ধরে ডাকার।


কী করিয়া ভুলবো তোরে অন্তর আমার পোড়ে
উজার করে দিয়েছিলাম যা ছিল রে তোরে।
কেমন করে ভাবনা এলো আমায় দোষী ভাবার।


একা একা থাকবি যখন ভাবিস নিরালায়
বিরহী মন কাঁদবে তখন দুঃখ নদীর বায়।
জ্বাললি যতো জ্বলবি ততো রুনা চায় না তেমনটার