কালা রে তুই এমন জ্বালা
দিলি এই অন্তরে
মিছে হইলো সবই আজই
ক্যান যে দিলাম মন তোরে।।


বুঝলি না তুই মনটা আমার
বুঝলি না পিরিতি
জোড় করিয়া যায় না শেখান
প্রেমেরই রীতি
ভুলটা কেবল আমার ছিলো
ভাসলাম ভালো যন্ত্র রে।।


চোখের দেখায় যায় না চেনা
মন যদি না থাকে
না চিনিলে সারাজীবন
ভাসবি নদীর বাঁকে
মন না দিবি দিস না রে তুই
পোড়াস ক্যান আমারে।।
,