দুঃখ আমায় দিলো ছাড়ি
সুখটা নিলা কাঁড়ি
সোনা বন্ধু আমায় ফেলে
নিলো জনম আড়ি।


সব ফেলিয়া কেমনে থাকে
একা নীরব বাড়ি
ফাঁকি দিয়া উড়াল দিলো
সকল কিছু ছাড়ি
আকাশ বাতাস খুঁজে বেড়াই
কোথায় দিলে পাড়ি?


এক নজর না দেখলে তোমায়
ভাসতো  দুই  আঁখি,
পাখি হয়ে উড়াল দিতে
কেমন করে থাকি
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি
আসছো আমার বাড়ি।


আমায় ছেড়ে রইলো কোথায় ?
কোন সে আঁধারে
বিশ্বাস কইড়া মন দিছিলাম
কাঁদালে আমারে।
রুনার মনের কষ্টগুলো
গেলো না তো ছাড়ি।