ফুল কুড়াতে গিয়েছিলাম
শিউলি গাছের তলে
পুড়লো আমার কপালখানি
ভিজলো দু'পা জলে।।


অনেক সাধের স্বপ্ন ছিলো
গুঁজবো মাথায় ফুল
বুঝিনি তো ফুলের কাঁটায়
বাঁধবে আমার চুল।
আশা পূরণ হলো না যে
ধুপ শিখা তাই জ্বলে।।


সাজাবো না ঢালাখানা
করবো না আর পূজো
বেলাশেষে অনুতাপে
যতোই আমায় খুঁজো
পৃথিবীতে কেউ কারো নয়
রাখলেও পরাণ তলে।।