সুখের পিছে ঘুরি আমি
দুঃখ পিছু ছাড়ে না
দিনের শেষে আমি একটা
দুঃখের কারখানা।।


কষ্ট ফেরি করি আমি
কিনতে কেহ চায় না
ফেরিওয়ালা হইলাম শেষে
সুখটা তাই আর চাই না
খবরেরই কাগজ আমি
নিজেই ছাপাখানা।।


নিম পাতারই মতোই যেনো
তেঁতোই আমার জীবন
দুঃখের চাকা ঘুরতে ঘুরতে
আসছে যে  মরণ
বাবুই যেমন কষ্ট করে
বানায় বাসাখানা।।


রুনা বলে কাঁদিস না রে
কী আর হবে কেঁদে
দুঃখ তোরে নিজের সাথে
নিয়েছে যে বেঁধে
পূর্ণতারই ভিড়ে রে তুই
শুধুই  আধখানা।।