হেসো না হেসো না বন্ধু
যাবো যে মরিয়া
চাঁদের মতো রূপ দেখিয়া
গেলো নয়ন ভরিয়া।।


এতো হাসি রাখো কোথায়
হৃদয় আকুল করা
পাগল পাগল মন যে  আমার
নাড়ে প্রেমের কড়া।
কাছে যদি আসো বন্ধু
রাখবো মাথায় করিয়া।।


আউলা কেশে বাউলা বেষ
আঁচলে মনচাবি
হেলেদুলে চলো কেমন
নীরবে তাই ভাবি।
গভীর ভাবে মন ছুটে যায়
পুলকে পরিয়া।।


চোখের ভাষায় যাই হারিয়ে
তাকালে তুমি
সর্বনাশা হয়ে বন্ধু
ভেজাও সুখের  ভূমি।
বিধি দিলো এমনই রূপ
পরীর রূপে গড়িয়া।।