অনেকটা পথ ছেড়ে এলাম ভুলিবো কেমনে
বৃক্ষে জড়ায় তরুলতা জড়িয়ে সে তেমনে।।


সুখের সাথী ছিলো সে যে দুঃখের বেলায় গেলো কই
তারে ছাড়া একা একা আমি কেমন করে রই!
আসে যদি আবার ফিরে রাখবো গো যতনে।।


কত স্মৃতি রেখে গেলো নিয়ে গেলো শুধু ভুল
বুঝলো না সে ও যে আমার ভালোবাসার ফুল
তার বিরহে পুড়ে সবই এই ছিলো কী তার মনে।


রুনা বলে পুড়াস না আর প্রেমেরই আগুন দিয়া
জ্বালাস যতো জ্বলবি ততো কে দেবে বল নিবাইয়া।।
পিরিত কী বল এমনি মেলে হাত বাড়ালেই তোর সনে।