ছেলে-
আমার সামনে দিয়া হাইট্টা যাও মিটমিটিয়ে চাও।।
ও সুন্দরী বলো কিছু বলতে যদি চাও।।


মেয়ে-
রাস্তা দিয়া হাইট্টা যাও ট্যারা চোখে চাও।।
ওহে যুবক বলো কিছু বলতে যদি চাও।।


ছেলে-
বৈশাখ মাসে গিয়েছিলাম আমতলীর বাজারে
তোমার মতো রূপসী এক মিলবে না হাজারে।।
মিছা কথা কইছি নাকি একবার কইয়া যাও।।


মেয়ে-
এক চেহারার মানুষ কতোই হাজারে বিজারে
এতো মানুষ থাকতে কেনো খুঁজছো লিজারে।।
মেয়ে মানুষ দেখলেই তোমরা নায়কের ভাব নাও।


ছেলে-
এই গেরামের জমিদার যে আমার বাপের দাদা
গোষ্ঠী আমরা অনেক বড় নায়ক শাহজাদা
এমন ছেলে কোথায় পাবে চারদিকে খোঁজ নাও।


মেয়ে+ছেলে
প্রথম যেদিন দেখেছিলাম তোমার সুন্দর মুখ
সেদিন থেকেই হারাম হইছে অন্তরেরই সুখ।।
বুকের ভিতর রাখুম তোমায় মনটা যদি দাও।।


মেয়ে+ ছেলে
মনটা দিলাম নাও না কাছে ধরো দুটি হাতে
সারাজীবন রেখো আমায় তোমার কলিজাতে ।।
মিলেমিশে বাঁধবো ঘর ওগো কথা দাও।।