চাইলেই কী আর যায় রে ছোঁয়া আকাশেরই চাঁদ।।
চলার পথে নিরবধি ছুঁয়ে দেয় বিষাদ।


মিথ্যে দিয়ে যায় না ছোঁয়া সত্যেরই দেয়াল
যুগে যুগে প্রমাণ আছে করছোনি খেয়াল।।
পরের গর্তে নিজেই পড়বে থাকলে মনে খাদ।।


ঠকালে যে ঠকতে হবে দুনিয়ারই রীতি
বিপদে কেউ থাকে না ভাই থাকুক যতোই প্রীতি।
স্বার্থ ছাড়া পৃথিবীতে  মা বাবাই এক ছাদ।।


কর্ম যেমন ফলও তেমন নিজেরাই খাটাই
হোঁচট খাওয়ার আগে থেকেই ধরো রে নাটাই
মিলেমিশে থাকো রে মন মিলাও কাঁধে কাঁধ।।