রসের পিঠা হাঁড়ি ভরে রাখছি বানিয়ে,
একটু যদি পাও গো সময় আইসো মানিয়ে।।


সেই যে গেলা ছোট্ট বেলা আর তো আইলা না,
আগের মতোই আছে সবই সখের নদী বাইলা না।
মনের ঘরে বসায় রাখছি দিও না তাড়িয়ে।


রঙিন শাড়ির আঁচল পেতে বসতে দেবো গো
মধুর মধুর কথা কয়ে মন ভরাবো গো,
তোমায় নিয়ে মন ফাগুনে যাবো হারিয়ে।


মৌমাছিরা ফুল বাগানে আসে ঘুরে ঘুরে
তোমার লাগি মনটা আমার বন্ধু সদাই পুড়ে।
আইসো তুমি সোনা বন্ধু যাও  গো আমায় নিয়ে।