বয়স বাড়লে গাছের পাতাও
হয়ে যায় হলুদ
তেমন করেই পতন ঘটে
নাম যে তার নমরুদ।।


বৃষ্টি হলে মেঘ জমে যায়
আকাশেরই বুকে
হয় না তখন কৃষক যখন
কষ্টে মাথা ঠুকে।
যখন যেমন ইচ্ছে হয় রে
করেন তিনিই রোধ।।


ঢেউয়ের পরে ঢেউ খেলে যায়
সাগরেরই জলে
আকাশ পাতাল এক হয়ে যায়
তার ইশারার ফলে।
হয় না তবু মানুষের হুঁশ
মেঘের পরে রোদ।।


অবেলাতে বসে বসে
ভাবে নিরালায়
আড়াল থেকে কে গো তিনি
কল কাঠি নাড়ায়।
কর্ম যেমন ফলও তেমন
সময়ে হয় শোধ।।