তোমার এই দেহ পিঞ্জর
প্রান বন্ধুয়ার বসত ঘর
জানোনি খবর
ও মন জানোনি খবর।।


তোমার লাগি বানাই ঘর
থাকেন সেথায় প্রানেশ্বর
তুমি না জাইন্যা আসল খবর
ভিটের মাটি-বইলায় জীবনভর।।


প্রানেশ্বরের আনাগোনায়
নড়ে চড়ে সেই পিঞ্জিরায়
ও তাঁর আসা যাওয়া বন্ধ হলে-
অধীন ও রুমেনে বলে
পিঞ্জিরা হইব নিথর।।