রেজাউর রহমান রিজভী

রেজাউর রহমান রিজভী
জন্ম ২৩ মে
জন্মস্থান ঢাকা, বাংলাদেশ
বর্তমান নিবাস ঢাকা, বাংলাদেশ
পেশা সাংবাদিকতা
শিক্ষাগত যোগ্যতা বিএসএস (অনার্স), এমএসএস (নৃবিজ্ঞান), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বর্তমান সময়ে রেজাউর রহমান রিজভী বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় গীতিকার। তার প্রথম লেখা গান “সুখপাখি” প্রকাশিত হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। রাকিব মোসাব্বিরের গাওয়া এই গানটি দিয়ে প্রথমেই শ্রোতাদের নজর কাড়েন রিজভী। এরপর একাধারে তিনি বেশ কিছু জনপ্রিয় গান লিখেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ছলনা (রাকিব মোসাব্বির), ভুলিনি আমি তোমায় (এফএ সুমন), স্মৃতি (আমিরুল মোমেনীন মানিক), ওগো নন্দিনী (পুলক অধিকারী), বন্ধু কি আসিবে (অভী তালুকদার), জানি এ মনে তুমি (তন্ময় দাস, গোপীকা গোস্মামী, রূপক তেওয়ারি), ভুলের খেয়া (সোমচন্দা, দীপু),হৃদয়ের এই সীমানা (বেলাল খান, নওরীন), মৌনতা (ন্যান্সি), জলরঙ (ন্যান্সি, খায়রুল বাশার), বর্ষা রাতে (তৌসিফ), চাঁদের চোখে (ইলিয়াস, স্বরলিপি), রিমঝিম বৃষ্টিতে (মধুরা ভট্টাচার্য), মা দুর্গা ২০২০ (শিলা দেবী) প্রভৃতি। তার কথায় বাংলাদেশ ছাড়াও কলকাতার বেশ কিছু জনপ্রিয় শিল্পী গান গেয়েছেন। ২০১৮ সালে ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় ”আমার গানের খাতা” শিরোনামে রিজভীর একটি গীতিকবিতার বই প্রকাশিত হয়।

রেজাউর রহমান রিজভী ৩ বছর ৭ মাস হলো গানের পাতায় আছেন।


এখানে রেজাউর রহমান রিজভী-এর ১টি কবিতার বই পাবেন।

আমার গানের খাতা আমার গানের খাতা

প্রকাশনী: দোয়েল প্রকাশনী

শেয়ার করুন: