স্থায়ি=
ভব সিন্ধুর নাইয়ারে
আকুল পাথার হইতে
পার করো আমারে।
আমি তোমার আসার-  
আশায় বসে থাকি...
এ আঁধার মাঝে পথ
দেখাও আমারে।।
  
        অন্তরা
আমার সাঙ্গ হইল বেচা-কেনা
ভবের হাটে নেইতো দেনা গো
আমার সঙ্গী সাথী ছাড়ল মোরে
যখন অচল হইল জীবন-তরী গো
আজ কাইন্দা মরি একা অন্ধকারে।।
    
    সঞ্চারী
কতদিন কাটল নাইয়া......
বিষয় আশায় রসের ভোগে গো
ভোগের মোহে বুঝিনি যে
তোমার হেম-প্রেমের পরশ
নব জীবন দেয় যে অভাগারে।
ভব সিন্ধুর নাইয়ারে............।।