রিফাত বিন ছানাউল্লাহ্

রিফাত বিন ছানাউল্লাহ্
জন্ম ৬ অগাস্ট
জন্মস্থান চট্টগ্রাম, বাংলাদেশ
বর্তমান নিবাস চট্টগ্রাম, বাংলাদেশ
পেশা সরকারি চাকরী

রিফাত বিন ছানাউল্লাহ্‌ ১৯৯৩ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অন্তর্গত সাতবাড়ীয়া গ্রামে জন্মগ্রহন করেন। পিতা-মাতার ৪ সন্তানের মধ্যে তিনি ২য়। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের রক্ষণশীল গণ্ডির মধ্যে থেকেও খুব ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল ইচ্ছা আর আগ্রহের অন্য প্রান্তে শোষণ, বঞ্চনা, আর সাম্প্রদায়িক ভাবধারার বিরুদ্ধে তিনি লিখে যাচ্ছেন। কবিতা ছাড়াও তাঁর কথাসাহিত্য, গল্প, গান, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী আর গজল রচনায়ও বিচরণ রয়েছে। বাস্তবতাবাদী এ কবির লেখনীতে প্রেম-ভালোবাসা, প্রণয় আর রোমান্টিকতা বিশেষভাবে স্থান লাভ করেছে। বর্তমানে তিনি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন বাংলা পত্রিকা, সাহিত্য সাময়িকী আর অনলাইন ম্যাগাজিনে নিয়মিত লিখছেন। তাঁর লেখনীতে মূলত গ্রাম্য মানুষদের সাদামাটা জীবন, মধ্যবিত্ত মানুষদের চাওয়া-পাওয়া-স্বপ্ন, নগর ও পল্লি জীবনের পার্থক্য, গভীর দেশাত্মবোধ আর অসাম্প্রদায়িক চিন্তাধারা বিশেষভাবে স্থান পেয়েছে। তরুণ এ কবির ইচ্ছা সারাজীবন বাংলা সাহিত্য নিয়ে কাজ করে যাওয়ার।

রিফাত বিন ছানাউল্লাহ্ ৬ বছর ৩ মাস হলো গানের পাতায় আছেন।


Lyrics RSS

এখানে রিফাত বিন ছানাউল্লাহ্-এর ২টি গানের কবিতা পাবেন।

তারিখ
শিরোনাম
মন্তব্য
২১/৮
৩০/১

শেয়ার করুন: