সাধ করিয়া পড়লাম প্রেমে বন্ধু
অঙ্গ যায় জ্বইলা যায়
নিদান কালে আপন মানুষ
কোনখানে হারায়!
সাধ করিয়া পড়লাম প্রেমে বন্ধু
অঙ্গ যায় জ্বইলা যায়


নতুনও যৌবন নতুনও আশা
নতুনও যৌবন নতুনও আশা
সাধ করিলাম বন্ধু- বান্ধিবো বাসা
নদীর কিনারায়-
নদীর কিনারায়!
সাধ করিয়া পড়লাম প্রেমে বন্ধু
অঙ্গ যায় জ্বইলা যায়
আরে সাধ করিয়া পড়লাম প্রেমে বন্ধু
অঙ্গ যায় জ্বইলা যায়।


বসন্ত আসিছে রে ঘরে...
চৈত্র মাসের রৌদ্র পরে
বসন্ত আসিছে রে ঘরে
চৈত্র মাসের রৌদ্র পরে
রৌদ্রতাপে সোনার অঙ্গ আমার
যায়রে জ্বইলা যায়
আরে সাধ করিয়া পড়লাম প্রেমে বন্ধু
অঙ্গ যায় জ্বইলা যায়


নিদান কালে আপন মানুষ
কোনখানে হারায়!
সাধ করিয়া পড়লাম প্রেমে বন্ধু
অঙ্গ যায় জ্বইলা যায়



কথা ও সুর- রায়হান কিবরিয়া!