সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসরঘরে ( বন্ধু )---
পার তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে ||
( বন্ধু, আমি ওগো এসেছি )


গানের আগুনজ্বালা নয়নতারা
দেখে দেখে চোখ আপনহারা --
কার কাছে এলে অবাক নয়ন মেলে শুধুই কাজল পরে ||
পার তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে ||
( বন্ধু, আমি ওগো এসেছি )


সুরের সাধনা নিয়ে যার দিন যায়
জানি না আসন তার পাতবে কোথায় |
এ মনে মাধবী রাত খেয়ালে গড়া---
আকাশে হাজার তারা রঙেতে ভরা---
কার কাছে এলে শান্ত প্রদীপ জ্বেলে আঁচলে আড়াল করে ||
পার তো ধরো না মোরে বাঁধো না মালার ডোরে ||
( বন্ধু, আমি ওগো এসেছি )
সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো
ফুলের বাসরঘরে ( বন্ধু )---