নীলাম নীলাম হল শুরু নীলাম
এই জগতের আজ যা দামী সস্তা সেতো কাল
কেউ জানে না কোন পাশাতে বরাত ফেলে চাল |
এ খেলা চলছে নিরন্তর, এ খেলা চলছে নিরন্তর |


এই বাটাতেই থাকতো মেজবাবুর পান
ঐ যে রূপোর গড়গড়াটায় দিতেন সুখের টান
আজ দেউলে হয়ে পড়ে গেছে মেজবাবুর দর |


এই পালঙ্ক গয়না গাটি এই যে কলের গান
সবই যে এক নতুন বৌয়ের বিয়ের রাতের দান
আজ নিয়তি যে বৌকে রেখে নিয়ে গেছে বর
এই যে দেখুন সখের খুকুর হারমোনিয়াম
বাবার কোলে বসে খুকু গাইত কৃষ্ণ নাম |


আজ খুকুর বাবার চাকরী গেছে নীরব তাদের ঘর
এই খেলা চলছে নিরন্তর | এ টাইপ করার
কলটা দেখুন মালিকানা যার ফুটপাতে
এই কল চালিয়ে চালাত সংসার , আজ দিদিমণির আঙুল ভাঙা
সে তোলে না ঝড়---- এ খেলা চলছে নিরন্তর |


পেটের দায়ে বিকায় কিতাব, মেডেল উপহার
পরীক্ষায় সে প্রথম হত এই ঘড়িটাই তার
আজ পাশ করা এই ছেলে রইল সবার পর
আসুন নীলাম ডাকুন কিনে ফেলুন স্নেহভরা সব |


হেথায় ভাগ্য নিজেই চোখের নেশা বুকের ভাষা সুখের অনুভব
টাকার মালায় এই যে স্বযম্ভর --- এ খেলা চলছে নিরন্তর |