লজ্জা! মরি মরি একী লজ্জা!
ওগো তুমি না এলে যে কাঁটাতে ভরে গো আমার এ ফুলের শয্যা ।।


মায়াকাজলে নয়ন সাজায়ে চাঁদিনী রাতে দেখি আঁধার,
মনেরই ছায়ায় কত কি যে গড়ি, মনে মনেই আমি ভাঙি আবার
কাকে বোঝাবো, কিসে মেটাবো তোমাতে পেয়েছে এই মন যা ।।


আমাকে দেখে সকলে বলে, মানিনী ওরে, হলো কি তোর
নীরবে আমি দেখি যে আকাশ, এ নিশি কবে হবে গো ভোর
কাকে বোঝাবো, কিসে মেটাবো তোমাতে পেয়েছে এই মন যা ।।