মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মনে হয়
জীবনের কতো কাজ সারা হয়ে গেলো,
আরো কত বাকী রয়ে গেলো!!


মানুষের জীবনের আদর্শ করণীয় যা
ফলাফল না ভেবেই আজীবন করে গেছি তা,
কি পেলাম কি দিলাম সেই হিসেবটা তবু কেনো হয় এলোমেলো ।।


কালের তরঙ্গে আমি ভাসলাম,
আমি কাঁদলাম, কেঁদে হাসলাম ।


যা পেয়েছি সবটুকু দিয়ে গেছি এখানে
কোন ভুল ফুল হবে কোন ফুল কাঁটা হবে কে জানে
তবু সুখ ভরে বুক আমি দেখলাম ভোর হলো, সন্ধ্যাও এলো ।।