ম্যাগনোলিয়া আর ক্যামেলিয়া ফুল যার খোঁপায় আজ দুলছে লাজে |
তাই প্রতিদিন সঙ্গিবিহীন স্বপ্ন রঙ্গিন তার কাঁকন বাজে ||


জাফরাণী রং আর জংলা শাড়ী এলোমেলো হাওয়া লেগে দুলছে যেন
পথ চলা তার ভয় কেন আর
ভীরু মন চলতে গিয়ে থমকে থমকে দাঁড়ালে কেন
তাই প্রতিদিন সঙ্গিবিহীণ স্বপ্ন রঙিন


ম্যাগনোলিয়া আর ক্যামেলিয়া ফুল যদি মনের কথা বুঝতো,
চলার পথে সে সঙ্গি ছেড়ে পথ হারিয়ে আমায় খুঁজতো |
যার দিন যায় মন যায়, মনে করি বলবো বলবো তবু বলা হয়নি বলা |
চিরদিনই এমনি করেই কত কল্পনা করেছো
তাই প্রতিদিন সঙ্গিবিহীন স্বপ্ন রঙিন ||