মধুমতী যায় বয়ে যায় ।।
কবির তুলিতে আঁকা,
পূণ্য মমতা মাখা
আপনার মনে বয়ে যায় ।


শ্যামলী দুই তীরে,
সন্ধ্যা নামে ধীরে
ঘরে ঘরে দীপ জ্বলে
ছায়া দোলে পলে পলে
চাঁদ হাসে মধু জোছনায় ।।


কত) প্রেমিক প্রেমিকা আসে
নীরজন ঐ কুলে,
মিশায়ে গেছে আঁখিজল
তাই) আলোতে ছায়াতে দুলি,
ছোট ছোট ঢেউ তুলি,
বেদনায় করে টলমল ।


মধুর কলতালে,
চুপি চুপি কালে কালে  
ফেলে আসা কতো স্মৃতি
মধুময় সেই তিথি,
দিবানিশি সবারে শোনায় ।।