ঝুমকোলতার বনে দোল্ দোল্ দখিনায়
গুন্ গুন্ ভ্রমরা যে ফুলেদের গান শোনায়
‘তুমি আমার, ওগো আমি তোমার’।।


সোনাঝরা দিনে দেখিনি তো আগে
আকাশের নীলে রামধনু জাগে
মনময়ূরী ছড়ালো কোন্ মাধুরী
সাথীরে কাছে পেয়ে তার।।


ঝিরিঝিরি ঝরনা যেমন দূরে ওই পাহাড়ে
সাগরের স্বপ্ন নিয়ে বয়ে যায় আহা রে।


জীবনে তেমনই সবই যেন পেয়ে
মিলন তরণী সেথা চলে বেয়ে
অন্তরে যে আশা তার উঠল বেজে
ছিল গান, কন্ঠে পাবে তার।।