ভুলে থাকার কথা ছিল তোমারই, আমার তো নয়,
কথা রাখার কথা ছিল তোমারই, আমার তো নয় ||


সোনা নদীর কোণাতে ওই কূল ছাপানো লহর এলে
একা তুমি আঁকবে কিছু পূর্ণ চাঁদের প্রহর এলে----
ছবি আঁকার কথা ছিল তোমারই, আমার তো নয় ||


কথা ছিল ভালোবাসায় আসব আমি মালা দিত
তুমি শুধু ডাকবে আমায় অবহেলায় জ্বালা দিতে ||


চাঁপা বনের কাঁপা হাওয়া আরও কিছু সরল হলে
অভিমানের যত সুধা ভুলি হাসির গরল হলে---
হাসি ঢাকার কথা ছিল তোমারই, আমার তো নয় ||