সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে
মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে |
সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে


পল্লীবধূ আমি স্নিগ্ধ আঁখি অস্ত রবিরে নিতি পিছনে ডাকি
আলোর কুসুম আমি অন্ধকারে আকূল হয়ে এসেছি ভুলে |  
সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে


আমি নীল আকাশের গোপন কথা
সন্ধ্যারাণীর কানে শুনিয়েছি চুপে সেই বারতা
দেবতার পদতলে আমি প্রণতি শঙ্কিত মরমের ভীরু মিনতি
চঞ্চল সমীরণ আলোর সম উঠিল দুলে এসেছি ভুলে  |  
সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে