পরদেশী কোথা যাও থাম গো হেথা পলাশবনের পাশে----
একটুখানি বসো মোর আঙিনায় দেখো চাঁদ উঠেছে আকাশে ||


ঝিরিঝিরি চৈতালী বায়
আদর করিবে তব গায়
অলস আঁখির পাতা আসিবে ঢুলে মহুয়ার ফুল সুবাসে ||


দোলনচাঁপার শাখে দোলনা বেঁধে দুলিব------
মোরা দুলিব দু’জন মিলে ;
দুটি মরালসম দোঁহে সাঁতার দেব নীল শালুকের ঝিলে |
জোছনায় বনতরু তলে
রচিব শয়ন ফুলদলে
রাতের পাখির মত ঘুমাব দোঁহে মধুর স্বপন বিলাসে ||