মোর জীবনের দু’টি রাতি, তারই স্মৃতি লয়ে মনের গহনে
জ্বলে আজও দু’টি বাতি, জীবনের দু’টি রাতি |
একটি নিশীথে শুধু কাছে পাওয়া, একটিতে হায় দূরে চলে যাওয়া
মনে পড়ে আজ ও, কবে মালা দিলে গো, ঘুরে গেল কবে সাথী
জীবনের দু’টি রাতি |
একটি রজনী আনিল জীবনে , শত ফাল্গুনের দান জীবনের যত দান
একটি রজনী আঁখি কোণে মোর, দিয়ে গেল হায় শুধু আঁখিজল
মিলন বিরহ দোহাই দুটি ফুলে আজও
স্মৃতির মালিকা গাঁথি, জীবনের দু’টি রাতি, মোর জীবনের দু’টি রাতি