ভাঙনের তীরে ঘর বেঁধে কী বা ফল-----
তুই নিয়তির খেলার পুতুল বুঝলি না কেন বল  ||


.        শুধু আলেয়ার পিছে পিছে
.        তুই জীবন কাটালি মিছে-----
দুনিয়ার হাটে বেসাতি করিতে হারালি রে সম্বল ||


কেন প্রাণের পদ্মে অর্য্য রচিয়া করিস সমর্পণ,
শুধু চারদিন পূজা তারপরে হায় প্রতিমা বিসর্জন |
.        তৃষা না মিটিতে হায়
.        তোর পেয়ালা ভাঙিয়া যায়---
জীবনের আশা সকলই ফুরায়, ফুরায় না আঁখিজল ||