আর ডেক না সেই মধুনামে যাবার লগনে
কিশোর বেলায় যে নামে ডাকিতে
কেন ডাকো মোরে যাবার লগনে
তোমারই আঘাতে ঝরেছে যে মালা
ভুলিতে দিওগো মোরে তারই স্মৃতি জ্বালা
নয়ন কোণে মোর সজল বরষা
থাকনা গোপনে সবার লগনে।
যদি গো মাধবী চাঁদ ওঠে কোন রাতে খুঁজোনা আমায়
মন যদি চায়, সে কি পায়!
মালার শপথ লাগে বলনা আমারে
কাঁদাও কেন গো তুমি ভালোবাসো যারে
তোমারে চাহিয়া তবু বেদনা সয়েছি
সারাটি জীবনে যাবার লগনে