শিরোনাম : মায়ের অশ্রু মোছার কাপড়
কথা : অন্তর চন্দ্র


মায়ের অশ্রু মোছার কাপড় ছিলাম আমি,
সেই কাপড়ের মূল্য দিলাম না।
এই হৃদয়ে ঠাঁই না দিয়ে বললাম সর্বনাশী,
সেই ঋণের কথা রাখলাম না।।


ব‌উয়ের কথায় মায়ের ব্যাথা বুঝতে পারিনি,
ভুল করেছি আমি বড়‌ই অভাগা ।
সন্ধ্যা নামে রাত্রি আসে চেয়ে থাকে মা জননী,
( শুধু ) ছেলের পথ চাহিয়া।।


চার দেয়ালের ভেতর থাকি মা শব্দ গিয়েছি ভুলি,
সদাই শুনে ব‌উয়ের কথা।
কাল সাপ ঘরে রাখি, আপন ছিল মা জননী
তবুও তার খবর নিলাম না।।


সুখে থাকি মা'কে ভুলে আমি বড়‌ই অপরাধী,
(আমার ) হয়না কভু ক্ষমা ।
ধনের লোভে মত্ত হয়ে বৃদ্ধাশ্রমে মা'কে রাখি,
আমি কখনো ক্ষমার পাত্র না।।


( তবুও ) চিনতে পারলাম না আজ‌ও আপন ছিল মা জননী,
শুধু তাকেই দিলাম ব্যাথা।
আমার মতো কেউ হ‌ইওনা মা বিভেদকারী,
তোমরা মা'কে দিওনা কভু যন্ত্রণা।।