তোমার চোখের কাজল হতে বলো না আমায়
ভিজে যাবো বৃষ্টির ছোঁয়ায়
ডুবে  যাবো ব্যথার মায়ায়
ও দুচোখের রোদের আশায়  
কত আর থাকবো অপেক্ষায়
ওঠে না সূর্য মেলে না আলো সে বর্ষায়
                    
বৃষ্টিতে ভিজে গেলে সব
ভেসে যায় সকল অনুভব
ভেসে যাবো আমি নিজেও
জানি পাবো না তোমাকেও
তাই,
বলো না কাজল হতে তোমার চোখের তারায়


ভেজা সে করুণ আঙ্গিনায়
এক ফালি রোদের আশায়
থাকি বল কোন ভরসায়
কাজল হতে কি আর মন চায়
ভেজা চোখের কাজল জেনো কপোলেই লুটায়