সবুজ টিয়া বলেছে আজ
পলাশ ফুলে সাজবে সে
শালুক ফোটা দীঘির জলে
পানকৌড়ির সাথে ভেসে
এমনটি আর পাবো কোথায়,
                  পাবো শুধু বাংলাদেশে


হরিণ-বাতাস পরশ বুলায়
ছোট্ট খুকির কোমল গালে
হিরণ বরণ রোদ ছুঁয়ে যায়
সকাল কিম্বা সাঁঝ-বিকালে
এমনটি আর পাবো নাতো,
                   পাবো শুধু আমার দেশে


জোড়া শালিক পাখায় করে
নিয়ে আসে সোনালি দিন
ঠোঁটে করে বয়ে আনে
আগামীর ভোর স্বপ্ন-রঙিন
রোদের সাথে মেঘ আর বলো
                   এমন করে কোথায় মেশে