প্রেম তো কিছু অলীক অক্ষর
শব্দে এসে বসলে পর পর
হয়ে যায় কথার এক নদী
বয়ে চলে নিরবধি
দিয়ে নরম ছোঁয়া
শীতল বৃষ্টি ধোয়া
একলা দুপুর
প্রেমের নদী বয়ে যায় দূর থেকে দূর


প্রজাপতির পাখায় ভেসে
প্রেমের পরাগ উড়ে  এসে
ফুলের কানে রাঙিয়ে চুম  
ভেঙে দেয় অনুরাগের ঘুম
জাগিয়ে শিহরণ
জুড়ে থাকে এ মন
মিলিয়ে সুর
বেজে ওঠে তার রাঙা পায়ের নূপুর


প্রেম তো এক খোলা দিগন্ত
না ভেবে আদি ও অন্ত
মেলে দিয়ে স্বপ্নের ডানা
না শুনে হাজার মানা
পেরিয়ে যায় দুয়ার
মুখোমুখি বসার
হয়ে মুকুর
মেঘের সাথে যেমন মিশে যায়  রোদ্দুর
***
রচনা: ডিসেম্বর ৩, ২০২১