কেন হাওয়ায় হাওয়ায় ভাসলে না
একটু কাছে আসলে না
গাইলে না তো অনুরাগের কোনো গান
বেসে ভালো এ জীবন কাছে কেন  থাকলে না
হাত বাড়িয়ে রাখলে না
মনের মতো করলে নাতো অভিমান


তবু,
রোদের মাঝে ভাসি আমি
মেঘের কণা বুকে নিয়ে
তোমার মাঝে ঝরাবো না তো
দিয়েছো তুমি যে তা ফিরিয়ে  
                               করে শুধু অনুমান


কেন চোখ ভিজিয়ে তোমার, কাঁদলে না
অনেক কথা বললে না
গাইলে না তো আমার লেখা কোনো গান
ব্যথা ভরা কষ্টরা কাব্য কেন লিখলো না
মন হারিয়ে ভিজলো না
তুলির ছোঁয়ায় আঁকলো না তো উপাখ্যান


তবু,
তোমার ছবি  বুকে আঁকি
বিমূর্ত (এক) কল্পনাতে
তোমার মাঝেই আজো বাঁচি
তোমার সে জল বয়ে সাথে
                             নিয়ে কিছু অভিমান