যতবার তুমি গিয়েছো   চলে
উড়িয়ে দিয়ে অভিমানের পাল
মাঝির মতো একা  বসে থেকে
              হারাই নি বিশ্বাস ছাড়িনি তো হাল


বৃষ্টি দিনের হাওয়ার মতো এসে
ভিজিয়ে দিয়ে কোথায় চলে গেলে
আমি একা বসে থেকে ভাবি
কী করে রামধনুর দেখা মেলে
বৃষ্টি আমি  ভালোবাসি না তো
বেসে ছিলাম তুমি বাসো বলে
তবু (দেখো) আজো  বৃষ্টি-সন্ধ্যা এলে
বসে থাকি  সেঁজুতিটা জ্বেলে
                আসবে বলে  সোনালি সকাল


হঠাৎ করে কোন সে মায়ার ডাকে
চলে গেলে   তাড়াহুড়ো করে
পেছন ফিরে দেখলে  না একবারও
কী করে যে  আকাশ গেছে সরে
মাথার ভেতর   এমন পোকা তুমি
সারে নাতো আজব একটা  অসুখ
নিজের কথা  বলবো কেমন করে
জলের আয়নায় দেখি না  তো মুখ
             ঢেউয়ের দোলায় হয়েছি আড়াল


আমার তুমি হবে  না আর জানি
ফুলে আছে আজো অভিমানের পাল
মাঝির মতো একা  বসে আছি
         হারাই নি বিশ্বাস  ছাড়িনি তো হাল