যদি দেখা হয় আবার কখনো
কিছু কথা রয়েছে যে বলার
চাইবো না বাঁধতে তোমায় কিছুতেই
নেই তো আর জানি কোনো অধিকার  


ফুরিয়ে গেছে গান
জমেছে অভিমান
তোমার বুকেও জানি
তবু একটু খানি
ডেকে নিয়ো কাছে তুমি একবার
হারিয়ে গেছে সুর
গেছো তুমি সুদূর
হয়েছো  যে আজ পর
ছেড়ে এ খেলাঘর
সুযোগ করে নিয়ো একটু ভাবার


কিছু কথা তবু
হয়নি বলা কভু
পেলে কিছু সময়
ব্যথিত এ হৃদয়
হয়তো শুধরে নেবে জীবন আবার
আমি অপরাধি
একা একা কাঁদি
হয়ে জগৎ ছাড়া
এমন দিশেহারা
হলো না তো মালা বিনিসুতার