যে ছবিটা লুকিয়ে রয়
বুকের ভিতর
যায় না তাকে মোছা কোনোভাবেই
বেঁচে থাকে সে মনের গভীরেই
হয়ে দোসর
জানি না কেন যে তুমি ছিঁড়ে ফেলতে চাও তার শিকড়
আমি তো রেখেছি তাকে যতনে সাজাতে বাসর


যে কবিতাটা লেখা হয়
মনের ভিতর
যায় না  পড়া তাকে খালি চোখে
সে ভাষা থাকে গোপন আলোকে
জানি না কেন যে তুমি আজো পড়নি সে অক্ষর
আমি তো বেঁধেছি তাতে সারা জীবনের খেলাঘর


যে গানটা বাজে ছন্দময়
প্রতি প্রহর
যায় না সে সুর হারিয়ে কখনো
হৃদয় পটে মিশে রয় সে জেনো
জানি না কেন  যে তুমি পারোনি শুনতে সে স্বর
আমি তো রচেছি সে গান দিয়ে সুরের নিবিড় অন্তর
*


রচনা: জানুয়ারি ৬, ২০২২