হইতাম যদি বনের পাখি
উড়াল দিয়া যাইতাম কাছে
তুমি বান্ধই রইলা দূরে  
তুমি বিনে কে আর আছে


গাঙ্গের জলও শুকায়ে যায়    না থাকিলে ঢেউ
ভরা জোয়ার বেহাতে যায়     দেখলো না তো কেউ


যৌবন নামের বিষবৃক্ষ
কেমনে লুকায়ে রাখি
উড়াল দিয়া যাইতাম কাছে
হইতাম যদি বনের পাখি
বউ কথা কও ডাইক্যা মরে বাড়ির হিজল গাছে


যদি হইতাম গো জলের মীন
সাঁতার দিতাম ঐ উজানে
তোমার  লাগি এই অন্তরে    
আগুন জ্বলে রাইত বিহানে


ফুলের মধু ফুলেই শুকায়      কেমনে তারে ঢাকি
পাতার বাসর তোমার লাগি    সাজাই আমি রাখি


তুষের অনল না যায় দেখা
একেলা কেমনে থাকি
উড়াল দিয়া যাইতাম কাছে
হইতাম যদি বনের পাখি
বাড়ির দীঘি ভইরা গ্যাছে বোয়াল-গজার মাছে