আমার ইচ্ছেগুলো
মেলছে ডানা
                  একটু একটু করে
বহুদূর হাঁটবো আমি
                  তোমার হাতটি ধরে


যেমন করে মেলে ডানা
                  মুগ্ধ গাঙচিল
আকাশ ছেয়ে মেঘের বাসা
                  হাওয়ার অন্তমিল
ইচ্ছে গুলো মেলুক ডানা সাত আকাশের ভোরে


আমার ইচ্ছেগুলো
বসছে এসে
             মনের জানলা জুড়ে
রোদের রেণু যায় চলে যায়
             দূরে বহু দূরে


যেমন করে ঢেউ খেলে যায়
           মাঝ পুকুরের মীন
তোমার হাতের ভেজা চুড়ি
          বাজুক রিনিঝিন
ইচ্ছে মতো শাপলা ফুটুক তোমার ভুবন ভরে


আমার ইচ্ছেগুলো
ইচ্ছে করেই
          ভারি ছেলেমানুষ
কল্পকথার কল্পনাতে
          ওড়ায় শুধু ফানুস


যেমন রাজকন্যা মিলছে দেখো
           রাজপুত্রের রথে
শেষ বিকেলের রোদ খেলে যায়
           স্মৃতি ভরা পথে
উদাসী চিল ভেসে বেড়াক বাতাসে ভর করে