জীবনপাণে তোরে নিয়ে করেছিগো ভর,
বন্ধু তুই মোর সখের কবুতর।
পালনকর্তা যেমন করে কবুতররে পোষে,
তেমন করে তোরে বন্ধু রাখবো আমি পাশে।।


উড়াল দিয়ে যাবার পরে কর্তা যেমন থাকে অপেক্ষায়,
তেমনি করে আমার হৃদে বন্ধু তোরে দিয়েছিগো ঠাই।
আল্লাহ তোরে দিয়েছেরে এ কেমন রুপেরও ভর?
বন্ধু তুই মোর সখের কবুতর।।


যতন করে পালন করে,
তোরে বন্ধু রেখেছি বুকেতে ভরে।
তুই মোর জীবনপাণে আছো পরস্পর,
বন্ধু তুই মোর সখের কবুতর।।


রতন ভেবে যতন করে,
কলিজায় বিধে রাখছি তোরে।
উড়াল দিয়ে যাইসনে তুই,হইসনে স্বার্থপর,
বন্ধু তুই মোর সখের কবুতর।।


//সময়ঃ- ১২.১০(রাত)
০৮/১০/২০১৭
মোরেলগঞ্জ,বাগেরহাট।।