ও মোর মেঘ তুমি পরকালে হইও মোর হুর,
বেহেস্তে বসিয়া আমি শুনিবো তোমার মধুরও সুর।
এই জনমে হইলনা সখি তোমার সনে মিলন,
পাইবো আমি তোমায় তখন,হবে যখন মরন।।


জীবন থাকতে পাইলামনারে তোমায় ওরে দুনিয়াতে,
পারলামনারে ইহকালে হাত রাখতে তোমার হাতে।
পরকালে বিধাতারে বলবো আমি সালাম করে,
তোমায় যেনো করে দান আমারও জীবন তরে।।


ইহকালে পাইলামনা তোমারও ছোয়া,পাইলামনারে ভালোবাসা,
হইলোনারে পূরন বন্ধু আমার মনের আশা।
নৌকায় করে নদীর তীরে চড়া হইলোনা,
ধরলেনারে বন্ধু তুমি কোনো বাহানা।।


বিধির কাছে ভিক্ষা চাইরে তোমায় ওরে পরকালে,
বেহেস্তে গিয়ে যেনো মোরা দুজন থাকি দারুন হালে।
ও মোর মেঘ তুমি পরকালে হইও মোর হুর,
বেহেস্তে বসিয়া আমি শুনিবো তোমার মধুরও সুর।।